মাত্র ২১ মিনিট। আর তাতেই ছারখার করে দেওয়া হলো পাক-অধিকৃত তিনটি জায়গার জঙ্গিঘাঁটি।
পুলওয়ামা কাণ্ডে শহীদ সিআরপিএফ জওয়ানদের বদলা নিতেই মঙ্গলবার ভোর রাতে জঙ্গিঘাঁটি আক্রমণ করে ভারতীয় বায়ু সেনার ১২টি মিরাজ ২০০০। প্রায় সাড়ে তিনশো জঙ্গি মারা গিয়েছে বায়ু সেনার এই আতর্কিত হামলায়।
সেনার এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দে মাতোয়ারা সমগ্র দেশ। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। দেশের অনেক নেতা-মন্ত্রীও বাদ পড়েননি নিজেদের মনের কথা বলতে। তার সঙ্গে যোগ হয়েছে ভারতীয় সেনাবাহিনীও।
ভারতীয় সেনার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল স্বয়ং একটি হিন্দি কবিতা টুইট করেন এই মর্মে। যার হ্যাশট্যাগটিও যথেষ্ট ইঙ্গিতবাহী। দেখুন #Nationfirst ও #Alwaysready দেওয়া সেই টুইটটি—
'क्षमाशील हो रिपु-समक्ष
— ADG PI - INDIAN ARMY (@adgpi) February 26, 2019
तुम हुए विनीत जितना ही,
दुष्ट कौरवों ने तुमको
कायर समझा उतना ही।
सच पूछो, तो शर में ही
बसती है दीप्ति विनय की,
सन्धि-वचन संपूज्य उसी का जिसमें शक्ति विजय की।'#IndianArmy#AlwaysReady pic.twitter.com/bUV1DmeNkL
প্রসঙ্গত, হিন্দি কবি রামধারী সিংহ রচিত ‘দিনকর’ কবিতাটিতে ভারতীয় সেনার বীরত্ব বর্ণিত হয়েছে।