বাড়ছে যাত্রী স্বাচ্ছন্দ্য। ২০১৯-এই চালু হয়ে যেতে পারে এই পরিষেবা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, ২০১৯-এ রেল ভ্রমণকে আরও বেশি আরামের করে তুলতে নতুন উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) জানিয়েছে, মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে তৈরি হতে চলেছে ক্যাপসুল হোটেল। একে একে দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতেও তৈরি হবে এই ধরনের হোটেল।
জানা গিয়েছে, ক্যাপসুল হোটেলের প্রতিটি ‘পড’ ৫ ফুট x ৭ ফুট মাপের হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ‘পড’গুলিতে আলো নিয়ন্ত্রণেরও ব্যবস্থা থাকবে। থাকবে ইউএসভি পোর্ট, পাওয়ার সকেট, এন্টারটেনমেন্ট স্ক্রিন, ওয়াই ফাই, ইন্টারকম, লকার, চেঞ্জিং রুম, ডাইনিং, ওয়াশরুম ও লাউঞ্জ।
আইআরসিটিসি-র এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যে এই হোটেল নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিসরকে খুঁজে পেয়েছেন। এখন বাকি পশ্চিম রেলওয়ে-র তরফে সম্মতি পাওয়া।
ক্যাপসুল হোটেল ইতিমধ্যেই জাপান ও অন্যত্র যথেষ্ট জনপ্রিয়। এক কথায় এই পরিষেবাকে ‘স্মার্ট হোটেল’-ও বলা যায়।
মুম্বইতে ইতিমধ্যেই ‘আরবানপড’ নামে একটি ক্যাপসুল হোটেল রয়েছে। ২০১৭ সালে তা আন্ধেরিতে তৈরি করা হয়। ১৪০টি ‘পড’ সম্বলিত এই হোটেলটি নির্মাণ করেন শলভ মিত্তল ও হিরেন গাঁধী। এখন অপেক্ষা ভারতীয় রেলওয়ের তরফে ক্যাপসুল হোটেলের জন্য।