মহিলাদের সুরক্ষার উপরে বিশেষ নজরদারির জন্য দেশ জুড়ে টোল ফ্রি নম্বর ১৮২-র পরিষেবাকে আরও জোরদার করল রেলমন্ত্রক।
রেল সূত্রের খবর, রেল সুরক্ষা বাহিনীর কন্ট্রোল রুমগুলিতে লাইনের (ইনকামিং) সংখ্যা কম থাকায় অনেক মহিলাযাত্রীই ট্রেন থেকে সঠিক সময়ে ১৮২ পরিষেবার সুযোগ নিতে পারছিলেন না। সম্প্রতি ওই ব্যবস্থাকে প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত করা হয়েছে বলে মন্ত্রক সূত্রের খবর।
পাশাপাশি, তৈরি করা হয়েছে একটি সুরক্ষা অ্যাপ। ওই অ্যাপের সাহায্যে মহিলারা যাতে সুরক্ষার সুযোগ নিতে পারেন, তারও ব্যবস্থা রয়েছে। এই নয়া ব্যবস্থা তৈরি করতে খরচ হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা।
চলতি বছরের বাজেটে (২০১৮-১৯) রেলমন্ত্রক ‘মহিলা সুরক্ষা’ বছর হিসাবে ঘোষণা করেছিল। এই নয়া ব্যবস্থা ওই পরিকল্পনারই অংশ বলে জানিয়েছেন রেল কর্তারা। দেশ জুড়ে যে কোনও জোনের ট্রেন থেকেই এখন ওই সুযোগ নিতে পারবেন মহিলাযাত্রীরা। যাতে আরও বেশি করে মহিলারা এই ব্যবস্থার সুযোগ নিতে পারেন, তার জন্য জোনগুলিতে বিশেষ প্রচারেরও ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে মন্ত্রক।
মহিলা সুরক্ষার বিষয়টি দেখভাল করার জন্য রেল বোর্ডে আলাদা করে তিন মহিলা সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। একইভাবে কমিটি তৈরি হচ্ছে রেলের জোন এবং ডিভিশন পর্যায়েও। মহিলাযাত্রীরা এই বিশেষ সুরক্ষা ব্যবস্থার সুযোগ ঠিকভাবে নিতে পারছেন কি না, সেটাও খতিয়ে দেখবেন তাঁরা।