শিশু-বিক্রি কাণ্ডে নাম জড়াল মাদার টেরেসা প্রতিষ্ঠিত স্বনামধন্য সংস্থা মিশনারিজ অফ চ্যারিটির। অভিযোগ, ওই প্রতিষ্ঠানের রাঁচিস্থিত হোমে ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে একটি শিশুকে বিক্রি করা হয়েছে। অভিযুক্ত সংস্থার কর্মী অনিমা ইন্দওয়ার। তাঁকে জেরা করে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও সংস্থার তরফ থেকে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অভিযোগকারী দম্পতি উত্তরপ্রদেশের শোনভদ্রের বাসিন্দা। নিঃসন্তান ওই দম্পতির সঙ্গে যোগাযোগ হয় অনিমার। গত ১ মে জন্ম নেওয়া একটি শিশুর জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের কাছ থেকে শিশুর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা চেয়ে নেওয়া হয়। সপ্তাহ দু’য়েক পরে ১৪ মে ওই শিশুপুত্রটি তাঁদের দত্তক হিসেবে দেওয়া হয়।
কিন্তু ১ জুলাই তাঁদের ডাকা হয়। তখনই ওই শিশুকে কেড়ে নেওয়া হয় তাঁদের কাছ থেকে। আর ওই শিশুকে ফেরত দেওয়া হয়নি বলেই অভিযোগ। এর পর ওই দম্পতি পুলিশে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা হোম পরিদর্শনে এলে তাঁদের কাছেও অভিযোগ জানান তাঁরা।
পুলিশ তদন্তে নেমে তল্লাশি চালিয়েছে ওই হোমে। এক লক্ষ টাকা হোম থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে ওই প্রতিবেদন থেকে।
এবেলা.ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে মিশনারিজ অফ চ্যারিটি-র তরফ থেকে সুনীতা কুমার জানান, এমন ঘটনায় তাঁরা ‘শক্ড’। শিশু বিক্রির মতো কোনও কাজের সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটির যুক্ত থাকার বিষয়টিকে তিনি উড়িয়ে দিয়ে বলেন, ‘‘তিন বছর হল মিশনারিজ অফ চ্যারিটি শিশু দত্তক দেওয়া বন্ধ করে দিয়েছে।’’ তিনি জানান, সংস্থা অতীতেও কখনও কোনও দম্পতির কাছে শিশু দত্তক দেওয়ার সময়ে কোনও অর্থ নেয়নি।