পুলওয়ামার জঙ্গি হামলার জন্য নাম না করেই পাকিস্তানের দিকে আঙুল তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে গিয়ে দিল্লি থেকে নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, বৃহস্পতিবারের হামলার উচিত শিক্ষা দেবে ভারত। সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই হামলার পিছনে যাঁরা রয়েছেন, যাঁরা দোষী, তাঁদের এর গুনাগার দিতে হবে।
পুলওয়ামা হামলার পরেই পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ফের দাবি জানিয়েছে ভারত সরকার। এ দিন প্রধানমন্ত্রীও ফের বলেন, ‘‘গোটা বিশ্বে একঘরে হয়ে যাওয়া আমাদের প্রতিবেশী দেশ যদি ভেবে থাকে এরকম ষড়যন্ত্রের মাধ্যমে ভারতকে অস্থির করে তুলবে, সেই ভাবনা যেন তারা দূরে সরিয়ে রাখে। বড়সড় আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে যাওয়া আমাদের প্রতিবেশী যদি ভাবে ভারতে এমন হামলা চালিয়ে সফল হবে, তা হলে তারা ভুল করছে।’’
একই সঙ্গে বিরোধীদেরকেও পাশে পেতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘যাঁরা আমাদের সমালোচনা করছেন, করুন। কিন্তু এই মুহূর্তটি খুব সংবেদশনশীল। এই মুহূর্তে রাজনীতি দূরে সরিয়ে রাখতে হবে। দেশকে একজোট হয়ে এখন এই হামলার বিরুদ্ধে লড়তে হবে। তা যেন গোটা বিশ্ব জানতে পারে। এই লড়াই আমরা জেতার জন্য লড়ছি। ১৩০ কোটি ভারতবাসী এমন হামলার উচিত জবাব দেবে। আমি সব বীর শহিদদের প্রণাম জানিয়ে, তাঁদের আত্মার শান্তি কামনা করে আবারও জানাচ্ছি, তাঁদের এই বলিদানকে আমরা বৃথা হতে দেব না।’’
পুলওয়ামা হামলার পরে যে দেশগুলি ভারতের পাশে দাঁড়িয়েছে, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘মানবতার পক্ষে যে শক্তিগুলি রয়েছে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার অঙ্গীকার নিয়েছে।’’