নরেন্দ্র মোদীর ৬৮তম জন্মদিনে চমকে দিলেন তাঁর দলেরই নেতা। প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগে অনেকেরই চক্ষু চড়কগাছ। আর সেই উদ্যোগের মূলে রাখলেন নবজাতকদের।
মোদীর জন্মদিনটিকে উদ্যাপন করতে, তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি তামিলিসাই সৌন্দর্যারাজন এক অভিনব কাণ্ড করলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের সরকারি হাসপাতালে সোমবার যে শিশুদের জন্ম হয়েছে তাদের প্রত্যেককে একটি করে সোনার আংটি উপহার দেন সৌন্দর্যারাজন।
সেই শিশুরা যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গেই জন্মদিন শেয়ার করবেন, তাই এই স্পেশাল গিফট!
সদ্যোজাতদের উপহার দেওয়াই নয়, ‘নিয়ম’ মেনেই রাজ্য বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তাও টুইট করা হয়েছে। দেখুন সেই টুইট—
Happy birthday to the world's most powerful and popular leader
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 17, 2018
Thiru @narendramodi
May God give him with good health and strength to fulfil his vision of transforming India into a strong, developed and progressive Nation #HappyBDayPMModi #TamilNaduCelebratesModi pic.twitter.com/2V6YT4UJzM
রাজনীতির পাশাপাশি তামিলিসাই সৌন্দর্যারাজন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞও বটে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ৬৮ বছরে পা দিলেন। এদিন তিনি নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতেই সময় কাটিয়েছেন। পুজো দিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরেও।