অবশেষে পুলিশের জালে ধরা পড়ল লাদেন। শুনতে অবাক লাগছে! ২০১০ সালে পাকিস্তানের অ্যাবটোবাদে মার্কিন নেভি সিল কম্যান্ডোদের অভিযানে নিহত লাদেনের সঙ্গে মিলিয়ে ফেললে ভুল হবে। টানা বেশ কয়েকবছর ধরে ফেরার থাকার পর অবশেষে ধরা পড়ল ‘ইন্ডিয়ান বিন লাদেন’ অর্থাৎ আব্দুল সুবান কুরেশি।
২০০৮ সালে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গুজরাত। মৃত্যু হয় ৫৬ জনের। তদন্তে নেমে নাম উঠে আসে আব্দুল সুবান কুরেশির। বিস্ফোরণের পর থেকেই ফেরার ছিল কুরেশি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসের আগে বড় কোনও নাশকতা চালানোর ছক ছিল কুরেশির। গুজরাত বিস্ফোরণের পর নেপালে পালিয়ে যায় কুরেশি। তারপর ২০১৩ সালে সেখান থেকে সৌদি আরবে চলে যায় কুখ্যাত এই জঙ্গি। ২০১৫ সাল পর্যন্ত সেখানেই ছিল সে।
ধৃত আব্দুল সুবান কুরেশি। ছবি সৌজন্যে- এনআইএ
সিমি ও ইন্ডিয়ান মুজাহিদিন দুই জঙ্গি সংগঠনের সঙ্গেই যোগাযোগ রেখে চলত আব্দুল সুবান কুরেশি। একটি সফটওয়্যার কোম্পানি থেকে কাজ শুরু করলেও পরে সিমির বোম তৈরির দলের প্রধান হয়ে যায় সে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল এই জঙ্গি।
সোমবার সকালে দিল্লির গাজিপুর থেকে গ্রেফতার করা হয় কুরেশিকে। তার কাছ থেকে একটি রিভালবার ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।
শুধু ভারত নয়, বাংলাদেশেও বেশ কিছু সন্ত্রাসবাদী হানায় কুরেশি নাম উঠে এসেছিল। গুজরাতের পাশাপাশি ২০১৪ সালের বেঙ্গালুরু, ২০১০ সালে দিল্লি, ২০০৬ সালে মুম্বই বিস্ফোরণেও নাম জড়িয়েছিল কুরেশির।