কাশ্মীরের পুলওয়ামা অঞ্চলে সিআরপিএফ কনভয়ে যে গাড়িটি ধাক্কা মারে, অবশেষে সেটি সম্পর্কে তথ্য প্রকাশ করল এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুয়ায়ী, একটি মারুতি সুজুকি একো ভ্যান ব্যবহৃত হয়েছিল পুলওয়ামার সেই আক্রমণে। ভ্যানটিতে কম করেও ২০ কিলোগ্রাম আরডিএক্স ছিল বলে জানিয়েছে এনআইএ।
বম্বিং সাইটে পড়ে থাকা টুকরো থেকে গাড়িটির চ্যাসিস নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরও উদ্ধার করতে সমর্থ হয় এনআইএ, বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম থেকে।
আরও জানা যায়, গাড়িটি কেনা হয় ২০১১ সালে। তার পর সাত বার গাড়িটির মালিকানা বদলায়। সপ্তম মালিকের নাম সজ্জত ভট। ১৯ বছরের সজ্জত, আনন্তনাগের বিজবেহারার বাসিন্দা। সোপিয়ান জেলার সিরাজ-উল-উলুম মাদ্রাসার ছাত্র সজ্জত ভট, মারুতি ভ্যানটি কেনে পুলওয়ামা কাণ্ডের মাত্র ১০ দিন আগে।
তথ্য পাওয়ার পরেই সজ্জত ভটের বাড়িতে তল্লাশি চালায় এনআইএ। কিন্তু সে এখন পলাতক। যদিও, বন্দুক হাতে তার একটি ছবি পেয়েছে এই সংস্থা।