ভোর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে বিমান হানার পরে এবার মাটিতেও তৎপর হল ভারত। কাশ্মীর-বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাড়িতে একের পরে এক হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিমান হানার অব্যবহিত পরেই কাশ্মীর উপত্যকায় সক্রিয় হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। মিরওয়াই উমর ফারুক-সহ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে এনআইএ। উদ্দেশ্য— সন্ত্রাসের পিছনে কী ধরনের আর্থিক মদত কাজ করছে, তা খুঁজে বের করা।
মঙ্গলবার এনআইএ আধিকারিকরা পুলিশ ও সিআরপিএফ কর্মীদের সঙ্গে নিয়ে পাক-পন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সইদ আলি গিলানির ছেলে নইম গিলানির বাড়িতেও হানা দেন। এর পাশাপাশি ইয়াসিন মালিক, সাবির সাহ, আশরফ সেহারি ও জাফর ভাটের মতো বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাড়িতেও হানা দিয়েছে তদন্তকারী দল।
ইয়াসিন মালিক, ছবি: ফেসবুক
এই হানার মাধ্যেমে জানার চেষ্টা চলেছে, হাওয়ালা চ্যানেলের মাধ্যমে ঠিক কী পরিমাণ অর্থ পাকিস্তান থেকে কাশ্মীরে প্রবেশ করছে, সেই মদতের পিছেনে কারা রয়েছে ইত্যাদি।