ভারত-পাকিস্তান অশান্তির প্রভাব পড়েছে বলিউডেও। ভারতে কর্মরত পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পাকিস্তানি শিল্পীদের সরাসরি দেশে ফিরে যাওয়ার ফতোয়া জারি করেছে। এরই বিপরীতে বলিউডের একাংশ আবার পাকিস্তানি শিল্পীদের পাশে দাঁড়িয়েছে। এবার শিল্প আগে, না দেশ আগে— এই বিতর্কে দেশকে অগ্রাধিকার দিলেন দেশের সবচেয়ে ধনী মানুষ মুকেশ অম্বানি।
এই স্বনামধন্য শিল্পপতি সম্প্রতি একটি ওয়েবমিডিয়ার দ্বারা আয়োজিত ‘অফ দা কাট’ নামের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই ভারতে পাক শিল্পীদের কাজ করা নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে তাঁর মতামত জানতে চাওয়া হয়। মুকেশ দ্বিধাহীন উত্তর দেন, ‘আমি একটা জিনিস একেবারে স্পষ্ট করে দিতে চাই। আমার কাছে সবসময় দেশ আগে। আমি কোনও বুদ্ধিজীবী নই, সুতরাং এই সমস্ত বিষয় আমি তেমন ভালো ভাবে বুঝি না। কিন্তু এ ব্যাপারে প্রত্যেক ভারতীয়ের মনোভাব যেমন হওয়া উচিত, আমিও তেমনটাই ভাবি, এবং আমার কাছে দেশ বেশি মূল্যবান।’
অম্বানি নিজেকে বুদ্ধিজীবী বলে মানতে চাননি ঠিকই, কিন্তু তিনি বলিউড সিনেমার একজন মনোযোদী দর্শক। পাশাপাশি তিনি ভালবাসেন কমিকস পড়তে, এবং ক্রিকেট ম্যাচ দেখতে। এবার দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে গড়ে ওঠা বিতর্ক সম্পর্কে নিজের অবস্থানও তিনি স্পষ্ট করে দিলেন।