ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। পুলওয়ামা কাণ্ডের জবাব দিতে মঙ্গলবার ভোররাতে বালাকোটের জঙ্গি ডেরা গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সীমান্তে নৌশেরা, রাজৌরি, পুঞ্চ, কৃষ্ণাঘাঁটি ও আখনুর সেক্টরে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করেছে পাক রেঞ্জার্স। পালটা জবাব দিচ্ছে এদেশের সেনাও।
ভোররাতে জঙ্গি ঘাঁটি ছিন্ন ভিন্ন করার পরেই জাতীয় নিরাপত্তা বৈঠকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘণ করার অভিযোগ এনেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তানও এর বদলা নেবে। ইমরানের এই হুঁশিয়ারির কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি বর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। জানা গিয়েছে, পাকিস্তানের তরফ থেকে এদিন গুলি বর্ষণের তীব্রতা অনেক বেশি ছিল।