১২ বছরের কমবয়সী কোনও মেয়েকে ধর্ষণ করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। রবিবার থেকেই দেশে বহাল হল এই নিয়ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার পরে ক্রিমিনাল ল (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০১৮ পাশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই অর্ডিন্যান্সে এবার সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পিটিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ১২ বছরের নীচের মেয়েদের ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১৬ বছরের কমবয়সীদের ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ডও শাস্তি হিসেবে ধার্য করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পরে ভারতীয় আইনবিধি, পকসো আইনে আরও কিছু পরিবর্তন এসেছে।
কাঠুয়া ও উন্নাও— দেশের দুই ভিন্ন প্রান্তে ঘটা দু’টি ধরষ্ণের ঘটনাকে কেন্দ্র করে বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তাল গোটা দেশ। সেই পরিস্থিতিতে এই অর্ডিন্যান্স তৈরি করল কেন্দ্র। রাষ্ট্রপতির সম্মতির পরে জারি হল নতুন আইন।