এক সপ্তাহ ধরে ক্লাসে উপস্থিত থাকতে পারেননি এক ছাত্রী। ফলে প্রবল সমস্যায় পড়েছিলেন তিনি। উপস্থিতির জন্য পরীক্ষাতেও বসতে পারছিলেন না ওই ছাত্রী। শেষে শিক্ষকের কাছে সাহায্য চাইতে গিয়েই বিপাকে পড়লেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনা দক্ষিণ মুম্বই কলেজের। এক সপ্তাহ ধরে উপস্থিত না থাকার ফলে বিপাকে পড়েন ওই কলেজের কেমিস্ট্রি বিভাগের এক ছাত্রী। উপস্থিতি কম থাকার ফলে কলেজের আসন্ন পরীক্ষায় বসতে পারছিলেন না তিনি।
বিষয়টি নিয়ে সাহায্যের জন্য কেমিস্ট্রির শিক্ষকের কাছে যান ওই ছাত্রী। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি আরও বাড়ান তিনি।
ছাত্রীর অভিযোগ, ওই শিক্ষক তাঁকে জানান, তিনি ক্লাসের উপস্থিতির হার বাড়িয়ে দেবেন। তাঁর বদলে শিক্ষকের যৌন চাহিদা মেটাতে হবে ওই ছাত্রীকে।
এর পরেই ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের দ্বারস্থ হন। অভিযোগ পেয়েই তড়িঘড়ি ব্যবস্থা নেয় কলেজ কর্তৃপক্ষ। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। তাঁকে কলেজ থেকে বরখাস্তও করা হয়।