২১ তারিখের পরে ফের আজ ব্যাঙ্ক ধর্মঘট। শুধু ব্যাঙ্কের শাখাই নয়, ধর্মঘটের জেরে বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত-বেসরকারি ব্যাঙ্কের এটিএম-ও। ব্যাঙ্কের পাশাপাশি এটিএম-ও বন্ধ থাকায় ব্যাপক হয়রানির মুখে পড়েছেন গ্রাহকরা।
বিজয়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার সংযুক্তিকরণের প্রতিবাদে এ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। গত ২১ তারিখ বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক অফিসারদের সংগঠন।
প্রাথমিক ভাবে এ দিনের ধর্মঘটে বেসরকারি ব্যাঙ্কগুলির অংশগ্রহণের কথা না থাকলেও কলকাতা এবং জেলায় অনেক বেসরকারি ব্যাঙ্কই বন্ধ থাকছে। বন্ধ রয়েছে বেসরকারি ব্যাঙ্কের এটিএমও।
আর্থিক ক্ষতি কমানোর লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের পথে হাঁটছে সরকার। ব্যাঙ্ককর্মী সংগঠনগুলির অবশ্য দাবি, এর ফলে ব্যাঙ্কগুলির ক্ষতি আরও বাড়বে।