তাঁর প্রকৃত নাম সুখিন্দর কাউর। কিন্তু সারা দেশ তাঁকে চেনে রাধে মা নামেই। এই মুহূর্তে গারদে রয়েছে বাবা রাম রহিম, আসারাম বাপুরা। তাদের মতোই বিতর্কিত ও স্বঘোষিত ধর্মগুরু রাধে মা যে রয়েছেন বহাল তবিয়তেই, তা বোঝা গেল একটি ভিডিও থেকে। সেখানে দেখা যাচ্ছে তিনি নাচছেন, পরনে উজ্জ্বল লাল পোশাক (শোনা যায় লাল রংই তাঁর প্রিয় পোশাক)! জয়পুরের এক বিয়ের আসরে এভাবেই দেখা গেল বিতর্কিত রাধে মাকে। তাঁর সেই নাচের ভিডিও হল ভাইরাল।
রাধে মা’কে নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে বিভিন্ন সময়েই। মুম্বইতে সঞ্জয় গুপ্তা নামের এক ব্যবসায়ীর বাড়িতে থাকেন রাধে মা। বাড়িটির নাম হয়ে গিয়েছে রাধে মা ভবন। ওই পরিবারেরই গৃহবধূ রাধে মা’র বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তিনি নাকি পণের জন্য ওই মহিলার বাবা-মা’কে জোর করেছেন! ২০১৫ সালে টিভি অভিনেত্রী ডলি বিন্দ্রা রাধে মা ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তাঁকে যৌন হেনস্থা করার।
"Radhe maa" at a Jaipur marriage function.....God save this country...❗☹😅#AsharamBapu pic.twitter.com/wKWI39FtGF
— Riya: A Proud Indian (@snowfall217) April 27, 2018
এমনই নানা বিতর্ক ও অভিযোগ ঘিরে রয়েছে তাঁকে। কখনও টচুল বলিউডের গানে কোমর দোলানো, কখনও পুরুষ ভক্তের কোলে উঠে পড়া— রাধে মা ও বিতর্ক যেন চলে হাত ধরাধরি করে। যদিও তাঁর ভক্তদের দাবি রাধে মা নাকি মা দুর্গারই আর এক রূপ! ভক্ত তালিকায় সুভাষ ঘাই-এর মতো পরিচালক বা রবি কিষেণের মতো ভোজপুরী অভিনেতা তো রয়েছেনই। রয়েছেন সাংসদ ও মন্ত্রী বিজেপির বিজয় সাম্পলাও।
এহেন রাধে মা মুম্বইয়ের মিষ্টি ব্যবসায়ী মনমোহন গুপ্তার নাতনির বিয়ের অনুষ্ঠানেই নেচে উঠলেন প্রিয় লাল পোশাকে। স্বাভাবিক ভাবেই, সেই ভিডিও নিয়েও নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। যার ফলশ্রুতি আবারও শিরোনামে রাধে মা।