পাক মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে ভারত। পুলওয়ামা হামলার ১২দিন পরেই ১২টি যুদ্ধবিমান নিয়ে পাক জঙ্গি ঘাটি উড়িয়ে দেয় ভারত। ভারতের এই প্রত্যাঘাত নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আসছে নানারকম বার্তা।
ভারতের এই প্রত্যাঘাত নিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘‘আইএফএ-এর অন্য একটা মানে ইন্ডিয়ান অ্যামেজিং ফাইটার, জয় হিন্দ।’’
দেখুন সেই ট্যুইট—
IAF also means India's Amazing Fighters. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) February 26, 2019
কংগ্রেস সভাপতি রাহুল গাঁধি জানান, ‘‘আমি ভারতীয় বায়ুসেনাকে স্যালুট জানাই।’’
দেখুন সেই ট্যুইট—
🇮🇳 I salute the pilots of the IAF. 🇮🇳
— Rahul Gandhi (@RahulGandhi) February 26, 2019
প্রায় এক ঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই বৈঠকের পরে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি না দেওয়া হলেও জানা গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবে পাকিস্তানের মাটিতে এই হামলা নিয়ে বিবৃতি পেশ করা হবে।