গেরুয়া বসন। গেরুয়া বুট। পায়ে ফুটবল। রবিবার এমনই ছবিতে ধরা পড়েছেন বাবা রামদেব। যোগগুরুর নতুন ভূমিকা নিয়ে অনেক চর্চা হয়েছে। মাঠে তিনি ছিলেন সেরা আকর্ষণ। ওই ম্যাচে রণবীর কপূর, অর্জুন কপূর, দিনো মোরিয়া, সিদ্ধার্থ মালহোত্র-সহ অনেক সেলেবই অংশ নেন। কিন্তু বাবা রামদেব ছিলেন আলোচনার শীর্ষে।
ঋষি কপূরের প্রথম পোস্ট।
মঙ্গলবার এক টুইটবার্তায় অভিনেতা ঋষি কপূর বাবা রামদেবের ফুটবল খেলার ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘রণবীরের ফুটবল দল মুম্বই এফ সি বাবা মেসিদেবকে দলে নিক।’’
ঋষি কপূরের দ্বিতীয় পোস্ট।
এখানেই থামেননি ঋষি কপূর। আরও একটি পোস্টে চিয়ার লিডারদের সঙ্গে রামদেবের ছবি দিয়ে ঋষি কপূর লিখেছেন ‘‘The Can-Can Man! Whooaaa’’।
যদিও রণবীর কপূর চিয়ার লিডারদের সঙ্গে রামদেবের যে ছবিটি পোস্ট করেছেন, সেটি আসল ছবি নয়, বিকৃত বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বাবা রামদেবের ফুটবল খেলা নিয়ে নানা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।