মাত্র কয়েক মাস আগেই শিব সেজে দেশ মাতিয়েছিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ যাদব। মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, বাঘছাল ছাপের পোশাকে শিব সাজলেও, তাঁর শারীরিক গঠনের জন্য অনেকেই হাসাহাসি করেছিল তাঁকে ‘রোগা শিব’ বলে।
চলতি বছরের শ্রাবণ মাসেই এই কাণ্ড ঘটিয়েছিলেন তেজপ্রতাপ যাদব।
এবার একেবারে নতুন রূপে ধরা দিয়েছেন লালুপ্রসাদের ছেলে। সেই ছবি ও ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। শিব সেজে এক শিব মন্দিরেই শাঁখ বাজিয়ে ছিলেন তেজ।
এবারে ঠোঁটে বাঁশি, মাথায় ময়ূরের পালক নিয়ে তেজকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এক পাল গরুর মাঝে। যেন তিনি শ্রীকৃষ্ণ। ছবির ক্যাপশনও খানিক তাইই বলেছে। যেখানে তেজপ্রতাপ লিখেছেন, ‘শ্রীকৃষ্ণের বাঁশি শুনে যেমন গরুর পাল শান্ত হয়ে যেত... মানুষ নিজেকে পরিবর্তন করুক শ্রীকৃষ্ণের জীবনীকে সামনে রেখে’।
মাত্র ৫ ঘণ্টায় ভিডিওটি দেখেছে পাঁচ হাজারের বেশি ফলোয়ার। বাঁশি হাতে পিছন থেকে তেজপ্রতাপের ছবিটি পোস্ট হয়েছে প্রায় ২০ ঘণ্টা আগে। তাতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার হাজার।
দেখুন ভিডিও—