বিদেশে হোক বা দেশে, বিপদে পড়ে বিদেশমন্ত্রীকে টুইট করে তাঁর সাহায্য পেয়েছেন অনেকেই। বিপদ থেকে রক্ষা করার ব্যাপারে সুষমা স্বরাজের সুনাম সর্বজনবিদিত।
সেই ভরসাতেই পুণের এক তথ্যপ্রযুক্তি কর্মী টুইট করেছিলেন সুষমাকে। স্মিত রাজ নামের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, আমার স্ত্রী রেলের কর্মী। তিনি ঝাঁসিতে কর্মরত।আর আমি পুণের তথ্যপ্রযুক্তি কোম্পানিতে কাজ করি। এক বছরের বেশি হয়ে গেল।আমাদের বনবাস যাতে শেষ হয়, তার জন্য আপনি দয়া করে সাহায্য করতে পারেন?
স্মিত তার যা উত্তর পেলেন, তা সম্ভবত ভাবতেই পারেননি তিনি। সুষমা টুইট করলেন, যদি আপনি বা আপনার স্ত্রী আমার মন্ত্রকের কর্মী হতেন আর এরকম বদলির আবেদন করতেন টুইটারে, এতক্ষণে আমি আপনাদের সাসপেনশনের চিঠি ধরিয়ে দিতাম।
এখানেই থেমে থাকেননি সুষমা। রেলমন্ত্রী সুরেশ প্রভুকেও যুক্ত করে দেন তাঁর টুইটে। প্রভুকেও সোশাল মিডিয়ায় দেখা যায় সবসময়। তিনিও উত্তর দিয়েছেন, আমি বদলির বিষয় দেখি না। রেলওয়ে বোর্ড দেখে। বিষয়টি আমার নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ।
দেখুন ভিডিও:—