পুলওয়ামা হামলার এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। দফায় দফায় বারামুলায় চলল সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গোপন সূত্রে বারামুলা জেলার সপোরে জঙ্গি উপস্থিতির খবর পায় সেনা। এর পরেই গোটা এলাকা ঘিরে অপারেশনে নামে জওয়ানরা। জওয়ানদের দেখা মাত্রই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও।
এখনও পর্যন্ত এক জঙ্গিকে নিকেশ করছে সেনা। ওই এলাকায় আরও ২-৩ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এই জঙ্গিরা কোন সংগঠনের তা এখনও স্পষ্ট নয়। তবে সেনার অনুমান, মৃত জঙ্গি লস্করের সদস্য।
বারামুলার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা।