পুলওয়ামা হামলার এক সপ্তাহের মধ্যে আরও ২ জইশ জঙ্গিকে নিকেশ করল সেনা। এই দুই জঙ্গি জইশ-ই-মহম্মদের শীর্ষস্তরের নেতা ছিল বলে জানা গিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার কাশ্মীরের সোপরের ওয়ারপোরে একটি গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা। গোটা গ্রাম ঘিরে ফেলে অভিযান নামে নিরাপত্তবাহিনী।
জানা গিয়েছে, গ্রামের বাসিন্দাদের বাড়িতেই লুকিয়ে ছিল ওই দুই জইশ জঙ্গি। সেনা ওই গ্রামে যাওয়া মাত্রই এলাকার কিছু যুবক সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। পরে টিয়ার গ্যাস ফাটিয়ে তাদের হঠিয়ে দেয় সেনা।
এর পরেই সেনার সঙ্গে সংঘর্ষ বাধে জঙ্গিদের। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হয় ওই দুই জইশ জঙ্গি। মৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, অন্যদিকে পুলওয়ামা হামলার মাস্টারইমাইন্ডও গত সপ্তাহে দুই সঙ্গীর সঙ্গে সেনার সঙ্গে গুলি যুদ্ধে মারা পড়ে।