প্রেমের আজব শাস্তি। অবৈধ সম্পর্কের অভিযোগে যুবককে বেধড়ক মেরে তাঁকে প্রস্রাব পান করতে বাধ্য করেন পঞ্চায়েতের সদস্যরা।
সোমবার উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় ঘটেছে এই ঘটনা। এলাকার এক যুবককে জোর করে তুলে নিয়ে যান পঞ্চায়েতের কিছু সদস্য। এক যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে তাঁকে বেধড়ক পেটায় এলাকাবাসী। পরে প্রস্রাব পান করতেও বাধ্য করা হয় তাঁকে। এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
ঘটনায় অপমানিত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন যুবক। কিন্তু সময়ের মধ্যে তাঁকে হাসপাতালে ভর্তি করায় আক্রান্তের প্রাণহানী হয়নি।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যুবক জানিয়েছেন যে, তাঁর উপর আনা সমস্ত অভিযোগ মিথ্যে। ওই যুবতীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনকি যুবতীও তাঁকে চিনতে অস্বীকার করেছেন।
এলাকার পুলিশ সুপার ইনটেনডেন্ট প্রবাল সিংহ জানিয়েছেন যে, ঘটনাটির কোনও লিখিত অভিযোগ স্থানীয় থানায় দায়ের করা হয়নি। তবে আক্রান্ত যুবকের বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।