ফের এক নয়া স্মার্টফোন আনতে চলেছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। একাধিক চমক থাকছে এই নতুন স্মার্টফোনটিতে।
অক্টোবর মাসের শুরুর দিকেই ভারতের বাজারে আসতে চলেছে এই স্মার্টফোনটি।
সংস্থার সূত্রে একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানানো হয়েছে ৬ জিবি র্যামের, ২২০০ X ১০৮০ মেগাপিক্সেল রেজোলিউশনের এই ফোনটির দাম হবে কুড়ি হাজার টাকার মধ্যে। "
ভিভো এর আগে এর কাছাকাছি বৈশিষ্ট্য সহ ভি-নাইন নামে একটি ফোন আনে বাজারে। ফোনটি বাজারে ব্যাপক জনপ্রিয় হয়। অনুমান, তার পরেই তারই আপডেটেড মডেল ভিভো ভি নাইন প্রো বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
৬.৩ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। কিছু দিন আগেই ভিভো ১১ প্রো বাজারে এসেছিল ফিঙ্গার প্রিন্ট রিডার সহ। ফলে এই ফোনেও সেই বৈশিষ্ট্য থাকবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা।