জিও ফোন গ্রাহকদের জন্য বড় সুখবর। এবার জিও ফোন থেকে করা যাবে হোয়াটসঅ্যাপ।
সোমবার থেকেই জিও ফোনের অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপ ডাউনলোডের সুবিধা করে দেওয়া হয়েছে। জিও ফোন এবং জিও ফোন ২— দুই ধরনের মোবাইলের করা যাবে হোয়াটসঅ্যাপ ডাউনলোড।
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশের জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ। অনেকদিন আগেই জিও ফোনে ফেসবুক যুক্ত হয়েছিল। এবার তার সঙ্গে যুক্ত হল হোয়াটসঅ্যাপ।
স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পেয়েছিল জিও ফোন ২। তখনই ঘোষণা করা হয়েছিল, এই ফোনটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব সার্পোট করবে। তার পরেই এই জনপ্রিয় অ্যাপগুলি কীভাবে জিও ফোনে আনা যায়, সেই বিষয়ে কাজ চলছিল। এখন নতুন জিও ফোনের সঙ্গে পুরনো জিও ফোনেও সার্পোট করবে হোয়াটসঅ্যাপ।