নতুন ফিচার এনে চমক দিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। গ্রাহকদের দাবি মেনে চমকপ্রদ এই ফিচারে রয়েছে বৈচিত্র্য।
এতদিন হোয়াটসঅ্যাপের চ্যাটে ইমোজি ও জিএফএক্স-ই থাকত। এবার থেকে স্টিকারও দেখা যাবে ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সম্প্রতি ‘স্টিকার’ ফিচারটি এনেছে। এতদিন ধরে এই ফিচার ফেসবুকে থাকত। অনেকেরই মতে, এর ফলে হোয়াটসঅ্যাপের চ্যাট আরও জনপ্রিয় হবে। স্টিকার আইকনটি ইমোজি ও জিএফএক্স আইকনের পাশেই থাকবে বলে জানা গিয়েছে।
কয়েক দিন আগেই তিনটি নতুন ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। সেই ফিচারগুলির মাধ্যমেও হোয়াটসঅ্যাপে চ্যাটে বেশ কিছু অভিনবত্ব এনেছে সংস্থা।
তবে হোয়াটসঅ্যাপের ‘স্টিকার’ ফিচারটি এখনই গ্রাহকেরা পাবেন না। অ্যাপটি আপডেট করলেই তবেই ‘স্টিকার’ ফিচারটি ব্যবহার করা যাবে।