দীপাবলিতে অযোধ্যায় সরযূ নদীর তীরে ৩ লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল যোগী আদিত্যনাথের রাজ্য। এই রেকর্ড ভেঙে দিল ২০১৬ সালের হরিয়ানার ১,৫০,০০৯টি প্রদীপ জ্বালানোর রেকর্ডকে।
মঙ্গলবার সন্ধেবেলায় উত্তরপ্রদেশের অযোধ্যায় এতগুলি মাটির প্রদীপ জ্বালানোর উদ্দেশ্যই ছিল নতুন রেকর্ড স্থাপন করা ও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা।
‘‘মোট ৩,০১,১৫২টি মাটির প্রদীপ একই সঙ্গে জ্বালানো হয়েছে মাত্র ৫ মিনিটে। এটাও একটি নতুন রেকর্ড,’’ বলছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আধিকারিক ঋষি নাথ। তিনিই অযোধ্যায় সরযূ নদীর বিভিন্ন ঘাটে ‘দীপোৎসবে’ এই নজির তৈরির সরকারি ঘোষণা করেন।
আসলে ৩.৩৫ লাখ প্রদীপ জ্বালানোর লক্ষ্যমাত্রা রেখেছিল উত্তরপ্রদেশ সরকার। সরযূ নদীর দুই তীরেই প্রদীপ জ্বালিয়ে এই রেকর্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম-জং-সুকের উপস্থিতিতেই এই ঘোষণা করেন ঋষি নাথ। যোগীই এবার অযোধ্যায় ‘দীপোৎসব’-এর উদ্বোধন করেন।
গত বছর থেকেই এই দীপোৎসবের আয়োজন করছে যোগী সরকার। সরযূ নদীর তীরে এদিন বিশেষ আরতিও হয়। রামায়ণে কথিত, লঙ্কায় রাবণকে বধ করে সীতা ও লক্ষ্মণ নিয়ে দীপাবলির দিনই রাম অযোধ্যায় ফিরেছিলেন।