SEND FEEDBACK

English
Bengali

ইউপির নাম বদলে দেবে টিম আদিত্যনাথ, বললেন মোদী। যোগী শোনালেন কী কী করবেন

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | মার্চ ১৯, ২০১৭
Share it on
১৪ বছর পরে উত্তরপ্রদেশের মসনদ এল বিজেপির হাতে। শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী।

অনেক দিন পরে ক্ষমতায় বিজেপি। সেটাও আবার অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। গোরক্ষপুর মঠের প্রধান যোগী আদিত্যনাথ শপথ নিলেন দেশের সবথেকে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, বেঙ্কাইয়া নাইডু, নীতিন গডকড়ি সবাই ছিলেন সেখানে। ১১টি বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন শপথগ্রহণে।

এর পরেই প্রধানমন্ত্রী বললেন এই টিম উন্নয়নের জন্য কাজ করবে। আগামী দিনে উত্তরপ্রদেশ হয়ে উঠবে ‘উত্তম প্রদেশ।’

শপথগ্রহণের পরে উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী প্রথম সাংবাদিক সম্মেলনে অবশ্য বেশি সময় দিলেন না। অল্প কথায় বুঝিয়ে দিলেন তাঁর লক্ষ্য। সন্ন্যাসী মুখ্যমন্ত্রীর মনে যে লক্ষ্যই থাকুক না কেন মুখে শুধু উন্নয়নের কথাই বললেন। জানালেন তাঁর সরকারের প্রধান লক্ষ্যের মধ্যে থাকছে কৃষির বিকাশ, মহিলাদের সশক্তিকরণ, শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানে জোর। একই সঙ্গে আগের সপা ও বসপা সরকারের নিন্দাও করেছেন যোগী। তিনি বলেন, গত ১৫ বছরে কোনও উন্নয়ন হয়নি রাজ্যে। দুর্নীতি বেড়েছে, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। সার্বিক উন্নয়নের পাশাপাশি এ সব দূর করাও হবে তাঁর সরকারের লক্ষ্য।

 

Yogi Adityanath BJP Narendra Modi
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -