সিংহ, শিশু হলেও সে সিংহই। তাকে নিয়ে ছেলেখেলা করতে গেলে কী ঘটতে পারে, তা জানতেন না ফোটোশ্যুটের আয়োজকরা। এক সুন্দরী ও আবেদনময়ী মডেলকে নিয়ে খোলামেলা ফোটোশ্যুটে এমন আবদান রাখল সিংহ শাবক যে, পুরো আসরেরই দফা গয়া।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মস্কোর জনপ্রিয় টেলি-তারকা ও মডেল আনফিসা চেখোভাকে নিয়ে এক ফোটোশ্যুট চলছিল। সেখানে এক সিংহ শাবককে হাজির করা হয়েছিল শ্যুটিংয়ের প্রয়োজনেই। আয়োজকরা ভেবেছিলেন, সিংহছানা লক্ষ্মীটি হয়ে পোজ দেবে, যেমনটা তাঁরা চান। কিন্তু জুনিয়র পশুরাজের মুড অন্য দিকে ঘুরে যায়। এই ঘটনার এক ভিডিও নিয়ে এই মুহূর্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
বেশ খোলামেলা পোশাকেই পোজ দিচ্ছিলেন ৪০ বছর বয়সি আনফিসা। সিংহশিশুকে য়তবারই তাঁর গায়ে স্থির হয়ে বসিয়ে রাখার ব্যবস্থা করছিলেন আয়োজকরা, সে তত বারই সরে যাচ্ছিল। এমন সময়েই সে আনফিসার নিতম্বে কামড় বসায়। এক বার-দু’বার নয়, বেশ কয়েক বারই কামড়ায় সে।
ভিডিও দেখুন
বিড়ম্বিত আনফিসা সামলাতে পারেননি পরিস্থিতি। তবে তিনি হালকা ভাবেই নিয়েছেন এই ঘটনাকে। তিনি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন এই ভিডিও। এবং জানান, এই ঘটনা তাঁকে বেশ উদ্বুদ্ধই করেছে।
প্রসঙ্গত, এই সিংহশিশুটির নাম জ্যাক। তাকে মস্কো চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছিল শ্যুটিংয়ের জন্য।