অনেকেই বিয়ে করে ডোবে, এই বার কেউ কেউ ডুবে বিয়ে করছে! একটি, দু’টি নয়। একেবারে ১৭টি জুড়ি। প্রত্যেকেই বিয়ে করতে চলেছে জলের তলায়। যাবতীয় আচার-অনুষ্ঠান থেকে বিয়ের রেজিস্ট্রেশন— সবই জলের গভীরে। সম্প্রতি হয়ে গেল বিস্ময়কর এই সব জলে-ডোবা বিয়ের ঘোষণা।
দক্ষিণ তাইল্যান্ডের ট্র্যাঙ্গ প্রদেশের কাণ্ড। সেখানে কী ভাবে হয় জলের ভেতর এই বিয়ের আয়োজন? সম্প্রতি ৯টি দম্পতি বাঁধা পড়লেন এই গভীর জলের বন্ধনে। দেখে নেওয়া যাক সেই বিয়ের ভিডিও—
সমুদ্রের ২৬ ফুট গভীরে বিয়ের মূল অনুষ্ঠান করা হয়েছিল। পাত্র-পাত্রী চিন, মালয়েশিয়া ও নেদারল্যান্ডের। বিয়ের আগে তাঁদের ট্র্যাঙ্গ প্রদেশের আশপাশ ঘুরিয়ে দেখানোও হলো।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই বিয়ের উদ্যোগ নেওয়া হয়। ঘোষণা করা হয়, চলতি বছরে এখানে মোট ১৭টি বিয়ে হবে জলের তলায়। তাইল্যান্ড ট্যুরিজমকে আরও ছড়িয়ে দেওয়াও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।