কখনও ফেসবুক, কখনও হোয়াটসঅ্যাপ। এই ২০১৮ জুড়ে সোশ্যাল মিডিয়ায় আপনার সামনে নিশ্চয়ই এসে পড়েছে নানাবিধ ভিডিও। কোনওটা দেখে হাসিতে ফেটে পড়েছেন, কোনওটা দেখে মন খানিক ভারী হয়েছে, আবার কোনওটা সত্যি সত্যিই মনের ভেতর থেকে যেন অনেকটা উদ্বুদ্ধ করেছে।
সেই সব ভিডিও তার পর শেয়ার কিংবা ফরোয়ার্ড করেছেন হয়তো। আপনার বন্ধুরাও সেই সবের স্বাদ পেয়েছেন। এমনই ভাইরাল হওয়া অজস্র ভিডিও-র মধ্যে কয়েকটি নিশ্চয়ই আপনার মনে পাকাপাকি ভাবে দাগ কেটে গিয়েছে। ২০১৮-র শেষে পিছু ফিরে দেখুন তো, আপনার সেই স্মৃতি আমাদের ভাইরাল ভিডিও-র সঙ্গে মেলে কি না।
• প্রিয়া প্রকাশ ভরিয়ার
২০১৮-র ভ্যালেন্টাইন্স ডে-র মুখেই ‘আঁখিয়ো সে গোলি’ মেরেছিলেন তিনি। ভাইরাল রূপসী প্রিয়া প্রকাশ ভরিয়ার। মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের দৃশ্যে তাঁর ‘চোখমারা’ ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। সেই টুকরোটিই ভাইরাল হয়। এক বার ফিরে দেখা যাক সেই ভিডিওটি—
• টুম্পা খান
গিটার হাতে এক সুন্দরী। সবুজ সালওয়ার পরা মেয়েটির গান বছরের মাঝামাঝি নাগাদ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের কলেজ ছাত্রী টুম্পা খান। তাঁর ‘অপরাধী’ গানটি ছেয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন সেই ভাইরাল ভিডিও—
• ডান্সিং আঙ্কল (সঞ্জীব শ্রীবাস্তব)
পেশায় তিনি অধ্যাপক। কিন্তু জীবনে তিনি মজা পান সবচেয়ে বেশি গানের তালে শরীরে ঢেউ তুলে। মধ্যপ্রদেশের সঞ্জীব শ্রীবাস্তব। নেট দুনিয়ার ডাব্বু আঙ্কল। ২০১৮-র মাঝামাঝি সময়ে ভাইরাল হয় বছর ৪৬-এর এই ব্যক্তির নাচের একটি ভিডিও। সেখানে সঞ্জীব নেচেছিলেন গোবিন্দ অভিনীত ‘খুদগর্জ’ (১৯৮৭) ছবিটির ‘আপ কে আ জানে সে’ গানটিতে। তাঁর শ্যালকের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে এই নাচের ভিডিওটি করা হয়েছিল বলে জানা যায়। রইল সেই দুরন্ত নাচ—
• ইলিয়াস মিঞা
কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। উত্তরবঙ্গের বাসিন্দা ইলিয়াস মিঞা। ২০১৮ সালের কলকাতার দুর্গাপুজোয় তিনিই নায়ক! পুজোর ক’টি দিন দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে ভিড় সামলানোর দায়িত্বে ছিলেন তিনি। সেখানেই অভিনব কায়দায় জনতাকে নিয়ন্ত্রণ করে সবার নজর কাড়েন। কলকাতা পুলিশের ফেসবুক পেজে ইলিয়াসের এই ভিড় সামলানোর ভিডিও শেয়ার করা হলে তা তুমুল ভাইরাল হয়। দেখে নিন সেই ভিডিও—
• মেছো বেড়াল
মানুষ নয়, বেড়াল। এবেলা.ইন-ই বছরের সবচেয়ে বিচিত্র এই প্রাণীটিকে আপনাদের সামনে নিয়ে আসে। বেহালার ম্যান্টন অঞ্চলের যদু কলোনির একটি পুকুরে এই মেছো বেড়ালটিকে দেখা যায়। পুকুর পাড়ে ঘাপটি মেরে বসে থাকে সে। সুযোগ পেলেই একটার পর একটা মাছ তুলে নেয়। পুকুরটিতে মাছ চাষ হয়। প্রতিদিন এলাকারই এই বেড়ালটি পুকুর পাড়ে আসে। তার পরেই নিজের মর্জি মতো একটার পর একটা মাছ তুলে নেয় সে। ওজন বুঝে ভোজন। এবেলা.ইন-এ এমন ‘শিকারী’ বেড়ালের কাণ্ড ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। দেখুন সেই মজার ভিডিও—