বাবা-মা’কে তিনি খুবই ভালবাসেন। তা সত্ত্বেও তিনি তাঁদের বিরুদ্ধে মামলা করতে চান। এমন অদ্ভুত দাবি তুলেই সংবাদ শিরোনামে মুম্বইয়ের বাসিন্দা রাফায়েল স্যামুয়েল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, স্যামুয়েল এক বিশেষ কারণেই তাঁর বাবা-মাকে আদালতে তুলতে আগ্রহী। সেটা হল— তাঁর বাবা-মা তাঁর অনুমতি ছাড়াই তাঁকে পৃথিবীতে এনেছেন। তিনি জানিয়েছেন, বাবা-মাযের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল। কিন্তু এক দীর্ঘ ও ঝঞ্ঝাপূর্ণ জীবনে তাঁকে নিয়ে আসার কোনও অধিকার তাঁদের থাকতে পারে না।
স্যামুয়েলের মতে, বাবা-মায়েরা নিজেদের সুখের কারণেই মিলিত হন। তাতে সন্তানের কোনও ভূমিকাই থাকে না। ফলে নিজের ইচ্ছার বিরুদ্ধেই জন্মগ্রহণ করে বিবিধ সমস্যা পোহাতে হয় তাকে। তিনি এই কারণেই তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করতে চান।
বাবা-মায়ের বিরুদ্ধে নিহিলানন্দের জেহাদ, ছবি: ফেসবুক থেকে
স্যামুয়েল জানিয়েছেন তিনি নৈরাজ্যবাদী। কোনও রকমের প্রতিষ্ঠানিকতায় তিনি আস্থা রাখেন না। তাঁর ফোসবুক পেজ-এ তিনি নিজকে ‘নিহিলানন্দ’ বলে উল্লেখ করেন।
ভিডিও দেখুন
বাবা-মা’কে আদালতে তোলার মতো ভয়ানক ইচ্ছে প্রকাশ করার পরেও তিনি এ কথা জানিয়েছেন যে, তিনি আদ্যন্ত অহিংস। কোনও মতেই হিংসাকে তিনি প্রশ্রয় দিতে রাজি নন।