৭টি খাবার যা কখনওই গরম করে খাওয়া উচিত নয়, জেনে নিন সাইড-এফেক্ট
আজকের জেট যুগে আরাম করে বসে খাওয়ার সময়ই থাকে না মানুষের। ফলে, বেশিরভাগ বাড়িতেই বেশি করে রান্না করে রাখা হয়। এবং পরে তা গরম করে খাওয়া হয়। যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এমনই ৭টি খাবারের কথা, যা কখনওই গরম করে খাওয়া উচিত নয়। ছবি: শাটারস্টক