পুজোয় বিদেশ যান, দেশের খরচেই মিলবে বিদেশ ঘোরার সুযোগ
সামনেই পুজো। কলকাতার ভিড় এড়িয়ে যারা বেরিয়ে পড়তে চান দূরে কোথাও, তাদের আর সময় নেই। এক্ষুনি পরিকল্পনা সারতে হবে, টিকিট-হোটেল বুঝে নিতে হবে এইবেলা। পাসপোর্ট থাকলে কিন্তু বিদেশ সফরের কথাও ভাবতে পারেন। কাশ্মীর, কেরালা, রাজস্থান ঘোরার খরচেই ঘুরে আসা যায় ‘ফরেন কান্ট্রি’! রইল তেমনই কিছু ডেস্টিনেশানের খোঁজ এবং মাথাপিছু খরচের ফিরিস্তি। সমস্ত ছবির সূত্র: শাটারস্টক।