হিন্দি, তামিল এবং পঞ্জাবি ছবির অভিনেত্রী সুরভিন চাওলা। ‘কসৌটি জিন্দেগি কি’, ‘কজ্জল’, ‘কহিন তো হোগা’ ইত্যাদি টেলিসিরিজে অভিনয় করেছেন। তবে এখনও পর্যন্ত সুরভিনের কেরিয়ারের সবচেয়ে বড় প্রোজেক্ট হল ‘হেট স্টোরি টু’। নায়িকার ভূমিকায় তাঁর অভিনয় চট করে কেউ ভুলবেন না।