ক’টায় ঘুম, ক’টায় ওঠা, সারাদিন ঘড়ি ধরে কী করেন মুকেশ, ছবিতে জানুন
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। ভারতীয় শিল্প জগতের বেতাজ বাদশা। দেশের মানুষের কাছেও তাঁকে নিয়ে অসীম কৌতূহল। সারাদিন কী কী করেন তিনি, তা নিয়ে ইউটিউবে একটি খবর প্রকাশ করে এক সর্বভারতীয় প্রচারমাধ্যম।
ছবি — এএফপি