সুস্বাদু ভারতীয় খাবারে মাত ডেভিড ক্যামেরন। দেখুন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শেষ ডিনারের মেনু
১০ ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছেন ডেভিড ক্যামেরন। যাওয়ার আগে অফিসে শেষবারের মতো ডিনার করলেন তিনি। ছিল নিখাদ ভারতীয় খাবার। এই সব খাবার আনা হয়েছিল মধ্য লন্ডনের কেনিংটন তন্দুরি রেস্তোরাঁ থেকে। দেখে নেওয়া যাক, কী কী ছিল সেই মেনুতে।