কাশ্মীরে ঢুকল প্রচুর বাহিনী, কত ধরনের আধা সেনা রয়েছে দেশে, জেনে নিন
পুলওয়ামা কাণ্ডের জেরে কাশ্মীরে নিরাপত্তায় প্রচুর বাহিনী পাঠিয়েছে কেন্দ্র। ১০০ কোম্পানির এই আধা সামরিক বাহিনীতেও বিভিন্ন বিভাগ রয়েছে। এক নজরে জেনে নিন ভারতের কত ধরনের আধা সামরিক বাহিনী রয়েছে। ছবি—এনএসজি/আইটিবির ফেসবুক পেজ।