মাটিতে বসে খাওয়ার অনেক উপকারিতা, অভ্যাস করলে আপনারই লাভ
মাটিতে বসে খাওয়ার চল প্রায় উঠেই গিয়েছে। অধিকাংশ মানুষই এখন ডাইনিং টেবিলে বসে খাওয়া-দাওয়া করতে পছন্দ করেন। কিন্তু চিতৌরের প্রাক্তন জেলা আয়ুর্বেদ চিকিৎসা আধিকারিক রোশনাল মোড়ের পরামর্শ অনুযায়ী, চেয়ার-টেবিলের তুলনায় মাটিতে বসে খাওয়াই স্বাস্থ্যের পক্ষে উপকারী। একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের প্রতিবেদনে এরকমই দাবি করা হয়েছে। একনজরে দেখে নিন মাটিতে বসে খাওয়া কেন উপকারী। ছবি- শাটারস্টক