রোগা নয়, স্বাস্থ্যবতী মহিলাদের সান্নিধ্যেই সুখী হয় পুরুষ! কেন এমন দাবি, জেনে নিন ছবিতে ছবিতে
অনেক মেয়েই ভাবেন, রোগা হলে তবেই স্বামীর দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ফার্মোন অ্যালভারাডো (Pharmmón Alvarado) এবং এডগার্ডো মরালোস (Edgardo Morales)-এর গবেষণা অনুযায়ী, তুলনায় স্বাস্থ্যবতী, বলা যায় খানিক মেদবহুল কিন্তু স্থূল নন, তেমন মহিলাদের প্রতি তাঁদের স্বামীরা অনেক বেশি আকৃষ্ট হন। ঠিক কী দাবি করছেন তাঁরা, জেনে নিন— (ছবি: শাটারস্টক)