দীপাবলির ১৫ দিন পরে আলোয় সাজে বারাণসী, জেনে নিন কারণ
আলোর উৎসব মানেই দীপাবলি। সারা ভারত এ দিন সেজে ওঠে প্রদীপের আলোয়। কিন্তু অনেকেই আমরা জানি না যে, বারাণসীর গঙ্গার ঘাট আবারও একবার প্রদীপের আলোয় আলোকিত হয় দীপাবলির ১৫ দিন পরে। এ দিনটি উদযাপিত হয় ‘দেব দীপাবলি’ হিসেবে। ছবি: নীলাব্জ ঘোষ