টাইটানিকের ধাঁচে ভারত মহাসাগরে এবার ভেসে বেড়াবে আংরিয়া, পরিচয় ছবিতে
লাক্সারি ক্রুজ বললেই চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের ছবি। তবে তার পরেও অনেক দেশেই তৈরি হয়েছে এমন বিলাসবহুল জাহাজ। এবার এমনই পরিষেবার সুযোগ পাবে ভারতবাসীও। আগামী ১২ অক্টোবর, মুম্বইয়ের ইন্দিরা ডকস থেকে তার ‘মেডেন ভয়েজ’ করবে ‘আংরিয়া’। (সব ছবি আংরিয়া ক্রুজ-এর ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে)