সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল ‘মিসেস ইন্ডিয়া ইউনিভার্স’-এর কলকাতা অডিশন। পূর্ব ভারতের বহু ‘বিবাহিত’ সুন্দরীরা অংশ নিলেন র্য়াম্প-সহ একাধিক রাউন্ডে। প্রাক্তন মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মা, অর্চনা তোমর, তুষার ঢালিওয়াল, ইন্দ্রনীল মুখোপাধ্যায় ছিলেন বিচারকের আসনে। নির্বাচিত অংশগ্রহণকারীরা যাবেন মিসেস ইন্ডিয়া ইউনিভার্স-এর পরবর্তী রাউন্ডে। ছবি: মৈনাক সাহা