শ্রাবন্তীর নতুন হিরো ভিকি! জমাট কেমিস্ট্রি ধরা পড়ল ক্যামেরায়
শ্রাবন্তী নতুন হিরোর সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন ‘দৃশ্যান্তর’ ছবিতে। রানা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘দৃশ্যান্তর’-এ শ্রাবন্তী ও ভিকি দেব স্বামী-স্ত্রী’র চরিত্রে অভিনয় করছেন। ছবির শ্যুটিং এর বেশ কিছু দৃশ্যের এক্সক্লুসিভ ছবি রইল এবেলা.ইন-এ। দেখে নিনি গ্যালারি।
ছবি সৌজন্য- ভিকি দেব ও রানা বন্দ্যোপাধ্যায়।