শীতের উষ্ণতা বাড়াতে হট লুকে সুদীপ্তা, নতুন সাজে দেখে নিন অভিনেত্রীকে
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তাঁর অভিনয় প্রতিভায় সকল দর্শকের মন জয় করছেন। ২০১৮ সালে তাঁর অভিনীত সব ক’টি চরিত্র সুপারহিট। ২০১৯ সাল শুরু করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির শ্যুটিং দিয়ে। কাজর ফাঁকেই নতুন অবতারে শীতের উষ্ণ সাজে এলেন এবেলা.ইন-এর জন্য। দেখে নিন ছবি। পোশাক ও থিম সৌজন্য- অনুশ্রী মালহোত্র। ছবি সৌজন্য- ‘নিমো’।