ভারতের তরুণ হৃদয় জয় করেছেন রুপোলি পর্দার উর্বশী, চিনে নিন মোহিনীকে
গত বছরে মুক্তিপ্রাপ্ত ‘কাবিল’ ছবিতে ‘সারা জমানা’ গানটির রিমেকে এক সুন্দরী জয় করেছিলেন আসমুদ্র হিমাচলের হৃদয়। তিনি উর্বশী রাউতেলা। ‘সনম রে’ (২০১৬) ছবির নায়িকার জনপ্রিয়তার গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী। দেখে নিন সুন্দরীর জীবনের নানা রঙিন উদ্যাপন। সব ছবি উর্বশীর ইনস্টাগ্রাম থেকে।