১৮ মাসে ১০৮ কেজি কমাতে কী কী খেতেন মুকেশ পুত্র, ফাঁস হল রহস্য
একসময়ে মুকেশ-পুত্র অনন্ত অম্বানীর চেহারা ছিল চমকে দেওয়ার মতোই। মেদবহুল শরীর নিয়ে ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারতেন না তিনি। তবে দেড় বছরের মধ্যেই ১০৮ কেজি কমিয়ে ফেলেন অনন্ত। কীভাবে এই অসাধ্য সাধন করেছিলেন তিনি, তা অবশেষে জানা গেল। (সব ক’টি তথ্যই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী| গ্যালারিতে ব্যবহৃত ছবিসূত্র: শাটারস্টক, ফাইল চিত্র)