মা হওয়া মুখের কথা নয়। অন্তঃসত্ত্বা হওয়া থেকেই মহিলাদের খুব সাবধানে থাকতে হয়। তাঁর হাঁটাচলা থেকে খাওয়া-দাওয়া, সব কিছুই করতে হয় নিয়ম মেনে। না হলে ক্ষতি হতে পারে গর্ভস্থ সন্তানের। ‘বাস্তু শাস্ত্র গুরু’ নামের একটি ওয়েবসাইটে রয়েছে কিছু ‘না-করার’ কথা। দেখে নিন একঝলকে। (ছবি-শাটারস্টক)