কাপড় কাচা, বাসন মাজা, মেঝে সাফাই, সব করলেন বরুণ ধবন!
এই শুক্রবারে মুক্তি পাচ্ছে ‘অক্টোবর’। মুম্বইয়ের হলিডে ইন হোটেলে বরুণ ধবন কাপড়় কাচলেন, বাসন মাজলেন, সাফ করলেন মেঝে। সবজিও কাটলেন বড় ছুরি দিয়ে। সব মিলিয়ে, এমন অভিনব প্রমোশন আগে কখনও হয়নি। ‘অক্টোবর’ ছবির ডিজিটাল মিডিয়া পার্টনার এবেলা.ইন। ছবিতে ছবিতে দেখুন কী কী করলেন বরুণ ধবন। ফোটো: সুদীপ্ত চন্দ