কিডনিতে স্টোন! ভয় পাবেন না, জেনে নিন কিছু সহজ টিপস
প্রতিদিনের দৌড়ঝাঁপের এই জীবনে আমরা প্রত্যেকেই প্রায় রোগকে সঙ্গী করে নিয়ে চলেছি। কিডনিতে স্টোন বর্তমানে একটি বড় সমস্যা হিসেবে মাথাচাড়া দিয়েছে। কীভাবে ঘরে বসেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন, জেনে নিন চটপট। ছবি- শাটারস্টক।