আইপিএল-এর এলিমিনেটরের জন্য ক্রিকেট ভক্তরা প্রস্তুত হচ্ছিলেন। কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ধুন্ধুমার লড়াইয়ের প্রহর গোনা চলছিল। এর মধ্যেই খারাপ খবর শুনিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স। তিনি সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। টুইটারেই সেই খবর পোস্ট করে তিনি লিখলেন, ‘‘অন্যদের দায়িত্ব বুঝে নেওয়ার সময় এসেছে।’’
বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার মানা হয় তাঁকে। ১১৪ টেস্ট, ২২৮ ওয়ান ডে এবং ৭৮টি টি টোয়েন্টি খেলা ক্রিকেটারের পোশাকি নাম ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।
দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার টুইটারেই এক ভিডিও পোস্ট করেছেন নিজের। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘১৪টা মরশুম আগে এক টেনশনাক্রান্ত যুব ক্রিকেটার হিসেবে আবির্ভাব ঘটেছিল আমার। সেই সময়ে জাতীয় দলে খেলার ডাক পেয়েছিলাম। আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’’
কেন অবসরের সিদ্ধান্ত তাও খোলসা করে বলেছেন তিনি। বাইশগজের মিস্টার পারফেকশনিস্ট বলেছেন, ‘‘সত্যি কথা বলতে আমি ক্লান্ত। এটা কঠিন সিদ্ধান্ত ছিল। অনেক ভেবেছি সিদ্ধান্ত নেওয়ার আগে।’’
তাঁর আরও সংযোজন, ‘‘ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সিরিজ জয়ের পর এটাই সঠিক সময় ছিল সরে দাঁড়ানোর। কোনও এক ফর্ম্যাটের ক্রিকেট আলাদা করে পছন্দ করা আমার পক্ষে কঠিন ছিল। ঠিক করেছিলাম, খেলল সব ধরণের ক্রিকেট খেলব, নাহলে খেলব-ই না।’’
I’ve made a big decision today pic.twitter.com/In0jyquPOK
— AB de Villiers (@ABdeVilliers17) May 23, 2018